শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪

বিলাইছড়িতে ছাত্রলীগের বৃক্ষরোপণ

প্রকাশঃ ২৭ জুন, ২০২০ ১১:০৮:২৪ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ০৮:৩৫:৫৩  |  ৯৮০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। গাছ লাগান, পরিবেশ বাঁচান, মুজিববর্ষের অঙ্গীকার দেশ হবে সবুজের সমাহার” এই শ্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত ছাত্রলীগের প্রতিটি ইউনিটকে বৃক্ষরোপন করার নির্দেশনা দিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে বিলাইছড়ি উপজেলা ছাত্রলীগ।
আজ শনিবার (২৭জুন) বিলাইছড়ি উপজেলা ছাত্রলীগের উদ্যোগে প্রথম ধাপে দীপংকর তালুকদার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে।

এসময় বিলাইছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি উষামং মার্মার নেতৃত্বে সিনিয়র সহ-সভাপতি তপন দে, সাধারন সম্পাদক মো ইসহাক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনি চক্রবর্তী, সাবেক সাংগঠনিক সম্পাদক রিবেং চাকমা সাংগঠনিক সম্পাদক মো. নেজাম উদ্দিন ও ১নং বিলাইছড়ি সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. আলী আজগর সহ বিলাইছড়ি উপজেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময়  ছাত্রলীগের নেতৃবৃন্দ বলেন, জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গঠনে নেতাকর্মীদের রাঙামাটি জেলাতে গাছ লাগাতে হবে। বিভিন্ন সময় নানা অসাধু গোষ্ঠীর কারণে দেশের বিভিন্ন জায়গায় গাছ কেটে ফেলায় পরিবেশে এর প্রভাব পড়েছে। এটা কাটিয়ে উঠতে উপজেলায় ছাত্রলীগ নেতা-কর্মীদের বনজ, ফলজ ও ভেষজ গাছ লাগিয়েছে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions