বুধবার | ১৫ মে, ২০২৪

বান্দরবানে নতুন করে ৪জনসহ মোট আক্রান্ত ৬৩১জন

প্রকাশঃ ১৭ অগাস্ট, ২০২০ ০৬:১৯:১৪ | আপডেটঃ ০৯ মে, ২০২৪ ১১:১৯:০৮  |  ৮১৩
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে প্রতিদিনই বাড়ছে করোনা রোগী। নতুন করে আরো ৪জন করোনা রোগী সনাক্ত হয়েছে ,সনাক্তদের মধ্যে ৪জনই বান্দরবান সদর উপজেলার বাসিন্দা।

বান্দরবানের স্বাস্থ্য বিভাগ জানায়,বান্দরবান জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে সর্বমোট ৬৩১ জন আর ৪৭৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়েছে। হোম কোয়ারেন্টিনে এ পর্যন্ত ১ হাজার ১শত ৬জন জন ছিল তার মধ্যে ১ হাজার ১শত ৬জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ১শত ১১জন ছিল এর মধ্যে ১শত ১১জনকেই ছাড়পত্র দেয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগ আরো জানায়,এই পর্যন্ত বান্দরবানে নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৩শত ৫জনের, তার মধ্যে রির্পোট এসেছে ৩হাজার ৯শত ৬৩জনের,এদের মধ্যে ৬৩১জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions