বৃহস্পতিবার | ১৬ মে, ২০২৪

লামায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

প্রকাশঃ ৩১ জানুয়ারী, ২০২০ ১১:৪৭:৫৭ | আপডেটঃ ১৪ মে, ২০২৪ ০২:১৮:৫৬  |  ৮৮৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে বান্দরবানের লামা উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৩কোটি টাকা ব্যয়ে লামা উপজেলার ইয়াংছা মেইন রোড হতে কাঁঠাল ছড়া পর্যন্ত রাস্তার উদ্বোধন, ৩০লক্ষ টাকা ব্যয়ে কুমারী দারুচ্ছুন্নাহ তাহফিল জুলকোর আন মাদ্রাসা ও এতিম খানা ভবনের উদ্বোধন এবং ৩০লক্ষ টাকা ব্যয়ে কুমারী বাজার পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় বিভিন্ন উদ্বোধনী কার্যক্রম শেষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,বর্তমান আওয়ামীলীগ সরকার পার্বত্য এলাকার জন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। এই সরকারের আমলেই পার্বত্য এলাকায় মন্দির ,মসজিদ, গীর্জাসহ সড়কের ব্যাপক উন্নয়ন হচ্ছে। এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংএমপি আরো বলেন,আগামীতেও এইআওয়ামীলীগ সরকারের আমলেই পাবর্ত্য এলকার উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবংজনসাধারণ সুখে শান্তিতে বসবাস করবে।

এসময় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা ,অতিরিক্ত জেলা প্রশাসক মো:বদিউলআলম, পুলিশ সুপার জেরিনআখতার, লামা উপজেলা নির্বাহী অফিসার নুরএ জান্নাত রুমী,পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তিদাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাস, সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মোঃআবদুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাতসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions