খাগড়াছড়িতে আগুনে পুড়ে ভাই বোনের মৃত্যু
প্রকাশঃ ২৩ জানুয়ারী, ২০২০ ০২:৫৭:৫০
| আপডেটঃ ২০ জানুয়ারী, ২০২১ ০৫:১১:৫৪
|

৩৫৫৯
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দুর্গম বাটনাতলীতে আগুনে পুড়ে ২ ভাই বোনের মৃত্যু হয়েছে। গতরাতে (২২ জানুয়ারী) বাটনাতলীর লিপিয়াড়া গ্রামে নিজ বসতবাড়িতে আগুনে পুড়ে মংসালু মারমা (১১) ও ওমরা মারমা (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়। নিহতরা লিপিয়াপাড়ার মেমং মারমা সন্তান।
স্থানীয়রা জানান, গতরাতে রান্না ঘর থেকে বসতবাড়িতে আগুনের সূত্রপাত হয়। এলাকাবাসীরা আগুন নেভানোর পর বাড়ির ভেতর থেকে ভাইবোনের মরদেহ উদ্ধার করে। ঘুমন্তাবস্থায় থাকায় বাড়ির অন্য সদস্যরা বের হতে পারলেও ভাইবোনের মৃত্যু হয়।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমজাদ হোসেন জানান, বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ গুলো আগুনে পুড়ে অঙ্গার হয়ে গেছে।