মঙ্গলবার | ৩০ এপ্রিল, ২০২৪
রাঙামাটিতে

দুর্যোগ পরবর্তী জরুরী পরিস্থিতি মোকাবেলায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০ ফেব্রুয়ারী, ২০১৯ ০৮:২০:৩৪ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ০২:৫২:২৯  |  ৭২১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে ইউনিসেফ এর সহযোগিতায় দুর্যোগ পরবর্তী সময়ে শিক্ষা কার্যক্রমের জরুরী পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি গ্রহণ বিষয়ে কোর গ্রুপ সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আওতাধীন টেকসই সামাজিক সেবাদান প্রকল্প ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

টেকসই সামাজিক সেবাদান প্রকল্পের প্রকল্প পরিচালক ড. প্রকাশ কান্তি চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদ আলম, ইউনিসেফের শিক্ষা বিষয়ক কর্মকর্তা আফরোজা ইয়াছিন।
 
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন টেকসই সামাজিক সেবাদান প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ জানে ই-আলম।

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, আমাদের দেশ একটি প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। এ জন্য আমাদের দুর্যোগ ব্যবস্থাপনায় সবসময় সতর্ক থাকতে হবে। এটিই বাস্তবতা যে মানব ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে আমাদের জীবন ও সম্পদ রক্ষা করতে হবে এবং পাশাপাশি দুর্যোগ পরবর্তী সময়ে শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা যাতে ভেঙ্গে না পরে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এ জন্য প্রশিক্ষণ কর্মশালা থেকে লব্দ জ্ঞানগুলোকে যথাযথভাবে কাজে লাগিয়ে দুর্যোগ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে তিনি সকলকে পরামর্শ দেন।

তিনি আরো বলেন, অসচেতনতার কারণে গত ২০১৭ সালে রাঙ্গামাটিতে ভূমিধসের যে ঘটনা ঘটেছিল তা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে সতর্ক ও সচেতন থাকতে হবে। দুর্যোগের পূর্বে ও পরে জনগণকে বিশেষ সচেতনতামূলক বিষয়গুলো জনসচেতনতা সৃষ্টিতে ও ক্ষয়ক্ষতির হ্রাসে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে। তাই এ ধরনের কর্মশালা শুধু শহর কেন্দ্রিক এর পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে করারও পরামর্শ দেন চেয়ারম্যান। তিনি বলেন, সতর্কতা, পূর্ব প্রস্তুতি, দ্রুত উদ্ধার ও ত্রাণ তৎপরতা জনগণের জীবন ও সম্পদ রক্ষা করতে পারে।

প্রশিক্ষণ কর্মশালায় জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং  টেকসই সামাজিক সেবাদান প্রকল্পের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
 
রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions