মঙ্গলবার | ৩০ এপ্রিল, ২০২৪
শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১০ তম শুভ আবির্ভাব বার্ষিকী উপলক্ষে

রাঙামাটি শ্রী শ্রী শংকর মিশনের ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

প্রকাশঃ ২০ ফেব্রুয়ারী, ২০১৯ ০৮:০৪:১৬ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০৩:৫৪:১১  |  ৮৮৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আচার্যপদ পরমহংস শ্রী শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১০ তম শুভ আবির্ভাব বার্ষিকী উপলক্ষে এবং রাঙামাটি শ্রী শ্রী শংকর মিশনের ১৯ তম প্রতিষ্ঠা বাষিকী স্মরণে ২দিন ব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

উপলক্ষে আজ সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গনে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী। এ সময় রাঙামাটি জেলা পরিষদ সদস্য ত্রিদীব কান্তি দাশ, বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রমের সহ অধ্যক্ষ অদৈত্য মহারাজ।

মঙ্গল শোভাযাত্রাটি রাঙামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মঙ্গল শোভাযাত্রায় রাঙামাটি জেলার বিভিন্ন গীতা স্কুলের ছাত্র ছাত্রী ও সনাতন সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions