রবিবার | ১৯ মে, ২০২৪
রাঙামাটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

রাঙামাটিতে বৃহস্পতিবার করোনা আক্রান্ত ৭১জন

প্রকাশঃ ২০ জানুয়ারী, ২০২২ ০২:০৩:৪৭ | আপডেটঃ ১৯ মে, ২০২৪ ০৯:৪০:৫৬  |  ৬৪০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রেড জোন ঘোষণা দেয়া রাঙামাটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, আজ বৃহস্পতিবার রাঙামাটি পিসিআর ল্যাব ও এন্টেজিনায় ১৮২জন নমুনা পরীক্ষা করেছেন এরমধ্যে ৭১জনের পজেটিভ  এসেছে। নমুনা পরীক্ষা অনুসারে সনাক্তের হার ৩৯.০১% পার্সেন্ট।

বৃহস্পতিবার রাঙামাটি পিসিআর ল্যাবে ১০০ জন এবং এন্টেজিনায় পরীক্ষা করেছেন ৮২জন। মোট ১৮২জনের মধ্যে রাঙামাটি সদরে ৪৯জন, কাপ্তাই উপজেলায় ১৩জন, বিলাইছড়িতে ১জন, কাউখালীতে ২জন, নানিয়াচরে ১জন, বাঘাইছড়িতে ২জন,জুরাছড়ি ১জন, লংগদুতে ১জন এবং রাজস্থলী উপজেলায় ১জনের পজেটিভ আসে।

রাঙামাটিতে এপর্যন্ত ২৭,৬৯১জন নমুনা পরীক্ষা করেছেন এরমধ্যে নেগেটিভ এসেছে ২৩,১৭১জনের। এরমধ্যে পজেটিভ এসেছে ৪,৫২০জন। মোট মৃত্যুবরণ করেছে ৩৪জন।

রাঙামাটিতে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৪০০,৯৯৯জন, ২য় ডোজের টিকা নিয়েছেন ৩০১৬৪৬জন।  

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions