রবিবার | ১৯ মে, ২০২৪
রাঙামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনষ্টিটিউটের

পক্ষকাল ব্যাপী অনুষ্ঠিত নাট্য প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ

প্রকাশঃ ২৯ নভেম্বর, ২০২১ ০৮:০৯:৩৮ | আপডেটঃ ১৯ মে, ২০২৪ ০৫:০৬:৩৭  |  ৬১৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ক্ষুদ্র ক্ষুদ্র জাতি গোষ্ঠীর কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে ক্ষুদ্র নৃ গোষ্ঠ সাংস্কৃতিক ইনিষ্টিটিউটকে আরো গতি হতে বলে জানিয়েছেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও ক্ষুদ্র নৃ গোষ্ঠীর আহবায়ক রেমলিয়ানা পাংখোয়া।

তিনি আরো বলেন, ক্ষুদ্র ক্ষুদ্র নৃ গোষ্ঠীদের হারিয়ে যাওয়া ঐহিত্য ও সংস্কৃতি গুলো ফিরিয়ে এনে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর নতুন প্রজন্মের কাছে যদি সঠিক ভাবে তুলে ধরা যায় তাহলে ক্ষুদ্র নৃ গোষ্ঠী তাদের নিজস্ব ধারায় এগিয়ে যেতে পারবে।

সোমবার ২৯ নভেম্বর রাঙামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনষ্টিটিউটে পক্ষকাল ব্যাপী নাট্য প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া এ কথা বলেন।

এ সময় একুশে পদক প্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব আহমেদ ইকবাল হায়দার, রাঙামাটির বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোজ বাহাদুর, রাঙামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক রুনেল চাকমা, নির্দেশক, নাট্য সংগঠক খোরশেদ আলম, নাট্য নির্দেশক আশিক সুমন সহ অন্যান্য অতিথিরা।
১৫ দিন ব্যাপী নাট্য প্রশিক্ষণে রাঙামাটির বিভিন্ন সংগঠনর তরুন নাট্য কর্মীরা অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে আজ প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র তুলে দেন অতিথিরা।

এছাড়া অনুষ্ঠানের শুরুতে প্রশিক্ষনার্থীদের অংশগ্রহণে কুয়াশা নাটকের মঞ্চায়ন করা হয়।  

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions