শনিবার | ১৮ মে, ২০২৪

লামার হরি মন্দিরে হামলায় দুই মামলা, গ্রেপ্তার ৩

প্রকাশঃ ১৯ অক্টোবর, ২০২১ ০২:১৬:০৭ | আপডেটঃ ১৮ মে, ২০২৪ ০৬:০৭:০৫  |  ৫৮৯
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের লামা উপজেলা সদরে গত বৃহস্পতিবার (১৪ অক্টোবর) হরি মন্দিরে হামলা ও পুলিশ আহত হবার ঘটনায় লামা থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ৩ আসামিকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্র জানায়, মামলা দুটির মধ্যে একটি মামলা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এই মামলায় এসআই আশরাফ হোসেন বাদী হয়ে ৪৮ জনের নাম উল্লেখ করে মামলা রুজু করেন। লামা হরি মন্দিরের পক্ষ থেকে মন্দির কমিটির সভাপতি প্রশান্ত ভট্টাচার্য বাদী হয়েছেন। তবে এই মামলায় কতজনকে আসামি করা হয়েছে পুলিশ এ বিষয়ে কোনো তথ্য জানাননি।

পুলিশের করা মামলায় প্রধান আসামি করা হয়েছে লামা পৌরসভায় বিগত নির্বাচনে বিএনপি মনোনীত সাবেক মেয়র প্রার্থী মোহাম্মদ শাহীনকে। অন্য আসামিদের মধ্যে বেশিরভাগই বিএনপি, জামাতের নেতা কর্মীরা রয়েছেন।   

এদিকে সোমবার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন লামা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর।

পুলিশ বলেছে, মামলায় তালিকাভুক্ত আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে অভিযান অব্যাহত রয়েছে।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions