শুক্রবার | ১৭ মে, ২০২৪

বাঙ্গালহালিয়াতে ভদন্ত খেমাচারা মহাথেরর আচরিয়া গুরু পূজা অনুষ্ঠিত

প্রকাশঃ ২৯ জানুয়ারী, ২০২১ ১২:৪৩:৩৪ | আপডেটঃ ১৪ মে, ২০২৪ ১০:৪৬:৫৯  |  ১২১১
সিএইচটি টুডে ডট কম, রাজস্থলী (রাঙামাটি)। রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের নাইক্যছড়া আগা পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, ডাকবাংলা অনাথ আশ্রমের পরিচালক, মায়ানমার রাষ্ট্র কর্তৃক "মহা সদ্ধম জতিকা ধজ্বা উপাধি"পদকপ্রাপ্ত ভদন্ত খেমাচারা মহাথেরর ৫ম  আচারিয়া গুরু পূজা নাইক্যছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার দুপুরে প্রাক্তন ছাত্র ও দায়ক দায়িকাদের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাসংঘনায়ক ভদন্ত উইচারিন্দা মহাথের,উপ সংঘ নায়ক ভদন্ত ঞানোতারা মহাথের, মহাসংঘনায়ক ঞানাওয়াইসা মহাথের, ভদন্ত সমা মহাথের, ভদন্ত নাগাওয়াইসা মহাথেরসহ ভিক্ষু সংঘ। অনুষ্ঠানে প্রধান দায়ক ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, বিশেষ দায়ক ছিলেন বান্দরবান জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াাইসুইপ্রু মারমা, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা, থোয়াইসুইখই মারমা, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক পুচিংমং মারমা, ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুইচাপ্রু মারমা,হেডম্যান প্রতিনিধি মংচিং চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের লীগের নেতৃবৃন্দ ও তিন পার্বত্য জেলার প্রাক্তন ছাত্র ও দায়ক দায়িকাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ক্রসাগু পাড়াা ত্রিরত্ম বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ উঃ নাইন্দিয়াা থের ।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions