শুক্রবার | ১৭ মে, ২০২৪

খাগড়াছড়িতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

প্রকাশঃ ০৩ নভেম্বর, ২০২০ ০৫:০০:৪৩ | আপডেটঃ ১৭ মে, ২০২৪ ১০:৩৫:৩৮  |  ৯৭৫
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মনির হোসেনকে মৃত্যুদন্ডে দন্ডিত করেছে আদালত। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসানের আদালত এ রায় দেন।

খাগড়াছড়ির পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বিধান কানুনগো  এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার তথ্যে জানা যায়, ২০১৯ সালের ১৭ জুলাই খাগড়াছড়ি সদরের কলেজ গেইট এলাকার ভাড়া বাসায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ রোজিনা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী মনির হোসেন। ঘটনার ২ দিন পর পুলিশ তালা ভেঙ্গে বসতবাড়ি থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রাশেদ বাদী হয়ে মামলা করে। 

খাগড়াছড়ির পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিধান কানুনগো বলেন, ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামীর বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে দন্ডবিধি ৩০২ ধারায় মৃত্যুদন্ড এবং ২০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন।   
নিহত গৃহবধূর বাবা ও মামলার বাদী আব্দুর রাশেদ দ্রুত সময়ের মধ্যে বিচার সম্পন্ন হওয়ায় বিচার বিভাগের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions