শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪

কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭ দোকানিকে জরিমানা

প্রকাশঃ ২৮ সেপ্টেম্বর, ২০২০ ০৭:০২:২০ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ০১:৪৬:১৫  |  ৭৭৮
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। কাপ্তাইয়ের অতিরিক্ত দামে পণ্য বিক্রয়, লাইসেন্স বিহীন অপরিচ্ছন্ন অস্বাস্থকর পরিবেশে খাবার বিক্রির দায়ে ৭ দোকানিকে সাত হাজার ৫’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (২৮ই সেপ্টেম্বর) দুপুরে জেটিঘাট এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। এসময় তাকে সহযোগিতা করেন, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. ইলিয়াছ ও পেশকারের দায়িত্ব পালন করেন, ইউএনও অফিসের সুপার মো. সিরাজুল ইসলাম।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান জানান, জেটিঘাট এলাকায় ৭টি দোকান পরিদর্শন করি। এখানে ব্যবসায়ীরা মূল্য তালিকা প্রদর্শন না করে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় করছেন। এছাড়া খাবার দোকানগুলোতে অস্বাস্থকর পরিবেশে লাইসেন্স বিহীন প্রতিষ্ঠান পরিচালনা করা হচ্ছে।  

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions