বুধবার | ১৫ মে, ২০২৪

১৭ই আগস্ট বোমা হামলায় নিহত ও আহতদের স্বরনে রাঙামাটিতে ছাত্রলীগের মানববন্ধন

প্রকাশঃ ১৭ অগাস্ট, ২০২০ ০৬:২৩:৩১ | আপডেটঃ ১৩ মে, ২০২৪ ০২:১২:৫৯  |  ১০৯৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ২০০৫ সালের ১৭ই আগস্ট বিএনপি জামাত জোট সরকার আমলে সংঘটিত সিরিজ বোমা হামলার প্রতিবাদে রাঙামাটি জেলা ছাত্রলীগের উদ্যোগে কালো পতাকা উত্তোলন, ১মিনিট নিরবতা পালন সহ  আহত ও নিহতদের স্বরনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয় অফিসের সামনে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

এই সময় উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জাব্বার সুজন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, জেলা ছাত্র লীগের সহ-সভাপতি মো,সালাউদ্দিন, সহ-সভাপতি মিজানুর রহমান সহ ছাত্রলীগের অন্যান্য সকল সদস্যরা।

উলেখ্য যে, ২০০৫ সালের ১৭ আগস্ট চার দলিয় জোট সরকার বিএনপি’র আমলে একযোগে দেশের ৬৪ টি জেলায় ৫০০র ও বেশি স্থানে সিরিজ বোমা হামলা চালালে এতে প্রায় ২০০ জন মানুষ আহত হয় এবং ২ জন মৃত্যু বরণ করেন।

এসময় বক্তারা বলেন, ১৭ আগষ্ট সিরিজ বোমা হামলা ও ২১ আগষ্ট গ্রেনেড হামলা একই সুত্রে গাঁথা। ১৭ আগষ্ট জঙ্গীরা জানান দিয়ে ২১ আগষ্ট তৎকালীন সরকারের নির্দেশে আওয়ামীলীগের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়েছে।


রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions