সোমবার | ২৯ এপ্রিল, ২০২৪
উন্মুক্ত বাজেট ঘোষণা

খাগড়াছড়ি পৌরসভার ৭৬ কোটি ৪৫ লক্ষ টাকার বাজেট ঘোষণা

প্রকাশঃ ১৬ অগাস্ট, ২০২০ ০৭:২৭:৩৮ | আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৪ ০৭:৪৯:৩৪  |  ১০০২
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি পৌরসভার ২০২০-২০২১ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে খাগড়াছড়ি পৌরসভার সম্মেলন কক্ষে চলতি অর্থবছরের বাজেট ঘোষণা করেন পৌর মেয়র রফিকুল আলম।

চলতি অর্থবছরে খাগড়াছড়ি পৌরসভার বাজেটে রাজস্ব, উন্নয়ন ও মূলধন খাতে সম্ভাব্য আয় নির্ধারণ করা হয়েছে ৮১ কোটি ৭১ লক্ষ ৩৯ হাজার ২৫২ টাকা এবং সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭৬ কোটি ৪৫ লক্ষ ১০ হাজার টাকা। সমাপনী স্থিতি ধরা হয়েছে ৫ কোটি ২৬ লক্ষ ২৯ হাজার ২৫২ টাকা। বাজেটে করোনা পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি স্বাস্থ্য ও উন্নয়ন খাতে ব্যয় বাড়ানো হয়েছে।

এ বাজেটকে নির্বাচনী বছরের সম্ভাব্য বাজেট দাবি করে পৌর মেয়র রফিকুল আলম বলেন, পৌর এলাকার উন্নয়ন ও পরিচালনায় ১৭ টি সমস্যা চিহ্নিত করা হয়েছে। এসব সমস্যা উত্তরণে কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া চলতি অর্থবছরেও বিগত সময়ের মতো পর্যটকবান্ধব, যানজটমুক্ত ও আধুনিকায়ন পৌরসভা গড়ার লক্ষে প্রকল্প গ্রহণ করা হবে বলে জানান মেয়র রফিকুল আলম।  

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions