রবিবার | ১৯ মে, ২০২৪

খাগড়াছড়িতে সাবেক পিসিপি নেতা গুলিবিদ্ধ, ইউপিএফের নিন্দা

প্রকাশঃ ১৮ জুলাই, ২০২০ ০৫:৪৯:৪৮ | আপডেটঃ ১৮ মে, ২০২৪ ০৫:৪৭:১৩  |  ২৪৬৭
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় জনসংহতি সমিতি সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) সাবেক নেতা উষা মারমা দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছে।

শনিবার সকালে লক্ষ্মীছড়ির শিলাছড়ি তংতুল্যা  গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চায়ের দোকানে বসে উষা মারমা কথা বলছিলেন। এ সময় হঠাৎ দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়।
লক্ষ্মীছড়ি থানার ওসি হুমায়ুন কবীর জানান, আধিপত্য বিস্তারের জেরে এ ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ যুবক দীর্ঘদিন সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস সমর্থিত পিসিপি সংগঠনের সাথে জড়িত ছিল।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে ইউপিডিএফ।

ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা আজ শনিবার, ১৮ জুলাই ২০২০ এক বিবৃতিতে জেলার লক্ষ্মীছড়ি উপজেলা সদর ইউনিয়নের তংতুল্যা পাড়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় এক যুবক আহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, আজ সকাল আনুমানিক সাড়ে ৮টার সময় লক্ষ্মীছড়ি উপজেলা সদরের সেনা জোনের পাশে কুটির শিল্প বিল্ডিংয়ে অবস্থানরত সরকারের মদদপুষ্ট একদল সশস্ত্র সন্ত্রাসী লক্ষ্মীছড়ি উপজেলার সদর ইউনয়নের ৩নং ওয়ার্ডের তংতুল্যা পাড়া দোকান এলাকায় সশস্ত্র হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে তংতুল্যা পাড়া গ্রামের বাসিন্দা কংচাইরি মারমার ছেলে ঊষা মারমা (২৬) গুলিবিদ্ধ হয়ে আহত হন। তার ডান পায়ে ২টি গুলি বিদ্ধ হয়। আহত অবস্থায় তাকে লক্ষ্মীছড়ি উপজেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে চট্টগ্রামে প্রেরণ করেছেন।

তিনি ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করেছেন।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions