শুক্রবার | ০১ নভেম্বর, ২০২৪
রাঙামাটি

শহরের ফরেস্ট রোডের ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদ করলো প্রশাসন

প্রকাশঃ ০১ ফেব্রুয়ারী, ২০২০ ০৬:০৮:৫২ | আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৪ ০৭:১৯:৩৯  |  ১৪৩৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির শহরের বহুল আলোচিত ফরেস্ট রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে বেদখলে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। শনিবার দুপুরে  জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) উত্তম কুমার দাশের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে রাঙামাটি পৌরসভা, পুলিশ ও বন বিভাগ সহায়তা করে।

স্থানীয়রা জানান, জেলা শহরের আলোচিত এই ফরেস্ট রোডে প্রশাসনের বারবার উচ্ছেদ অভিযানের পরও স্থানীয় প্রভাবশালী কয়েকজন রাজনৈতিক নেতার মদদে ফের অবৈধ দোকানপাট গড়ে তুলেছে। এই নিয়ে জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা সভাসহ বিভিন্ন সভা সেমিনারে এই নিয়ে বেশ আলোচনা হয়।
ফুটপাতের চাঁদাবাজির ঘটনায় ওয়ার্ড  যুবলীগের সাধারন সম্পাদক নাসিরকে কয়েকদিন আগে মারধর করে, এঘটনায় মামলা হয়। ফুটপাতের ভ্রাম্যমান দোকানগুলোতে যুবলীগের নাম ভাঙ্গিয়ে মাসে লক্ষাধিক টাকার চাঁদাবাজি করার অভিযোগ রয়েছে। এছাড়া এই সড়ক দিয়ে ফরেষ্ট, কৃষি বিভাগ, ট্রাইবেল আদাম এর লোকজনসহ স্কুল এবং মাদ্রাসার শিক্ষার্থীরা চলাচল করে,, কিন্তু সড়কের দুপাশে অবৈধ দোকান বসানোর মানুষ যেমন নির্বিঘ্নে চলাচল করতে পারছে না, এছাড়া রাতে ইয়াবাসহ মাদক বিক্রিরও অভিযোগ রয়েছে।

রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) উত্তম কুমার দাশ জানিয়েছেন, ফরেস্ট রোডের অবৈধ স্থাপনা আগে ২বার উচ্ছেদ করা হয়েছিল,  ভবিষ্যৎ এ ফের এই স্থাপনা জায়গা কেউ অবৈধ স্থাপনা কিংবা দোকানপাট গড়ে তুললে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


রাঙামাটি দক্ষিন  বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মোশারফ হোসেন জানান, ২০২০ মুজিববর্ষ উপলক্ষে পরিচ্ছন্ন শহর পরিচ্ছন্ন গ্রাম গড়ার লক্ষ্যে অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে। আমরা ফুটপাতে গাছ এবং  সৌন্দর্য্য বর্ধনে কাজ করব। ফুটপাত যাতে পুনরায় কেউ দখল করতে না পারে সে জন্য বনবিভাগের কর্মচারী নিয়োজিত থাকবে।



অভিযানে ৩৬টি ভাসমান দোকান উচ্ছেদ করা হয়।






রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions