শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪
পদোন্নতি ও বেতন গ্রেড উন্নীত করার দাবি

রাঙামাটিতে কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি পালন

প্রকাশঃ ২০ জানুয়ারী, ২০২০ ০৭:৩৯:৩২ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ১২:১৯:০৮  |  ৯৯০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। কেন্দ্রীয় ঘোষণার অংশে পদন্নেতি ও বেতন গ্রেড সম্মানজনক স্তরে উন্নীত করার দাবিতে কর্মবিরতি কর্মসূচি পালন করছে, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) রাঙামাটি পার্বত্য জেলা শাখা।

কর্মসূচির প্রথম দিন সোমবার সকালে জেলা ও উপজেলা পর্যায়ে হাজিরা খাতায় স্বাক্ষর করে ১১টা পর্যন্ত নিজ নিজ অফিস চত্ত্বরে অবস্থান কর্মসূচিতে অংশ নেন, কালেক্টরেট সহকারী সমিতির রাঙামাটি জেলা শাখার সহকারী কর্মচারীরা।  জেলা প্রশাসক অফিস চত্ত্বরে সমিতির জেলা শাখার সভাপতি জগৎ জ্যোতি চাকমা ও সাধারণ সম্পাদক মো. আনোয়ারের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালন করা হয়। দ্বিতী দিনও একই কর্মসূচি পালন করা হবে বলে জানান তারা।
তারা জানান, ২২-২৩ জানুয়ারি সকাল ৯টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘন্টা কর্মবিরতি পালন করা হবে। এরপর ২৭-২৮ জানুয়ারি সকাল ৯টা হতে বেলা ১টা পর্যন্ত ৪ ঘন্টা এবং ২৫-২৭ ফেব্রুয়ারি পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হবে। দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়া না হলে ২৮ মার্চ আবার পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions