শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪

বিলাইছড়িতে নিহত ২ সহোদরের লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর

প্রকাশঃ ৩০ নভেম্বর, ২০১৯ ০৯:১০:০৯ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০২:১৫:৫১  |  ১৩৩৪
ষ্টাফ রিপোটার, রাঙামাটি। রাঙামাটির বিলাইছড়ির কতুকদিয়া পাড়ায় ফসলি জমিতে গরু ডুকে ফসল খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ২ সহোদরের লাশ ময়না তদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে আনা হয়, দুপুরে লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন, লক্ষীজয় মার্মার পালিত গরু সব সময় নিহত দীপংকরের জমিতে এসে ধান খেত, এটি নিয়ে ২ পরিবারের মাঝে বিরোধও চলে আসছিল। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে গরু আবারো ধানের জমিতে গেলে এটি নিয়ে উভয় পক্ষের মধ্যে বির্তক হয়, এর এক পর্যায়ে লক্ষীজয় মার্মা দা দিয়ে এলোপাথারি কোপালে ঘটনাস্থলে আপন দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়।

নিহত দীপংকর তংচঙ্গ্যা (৩০) গ্রাম পুলিশের সদস্য ও শ্রীকান্ত তংচঙ্গ্যা (২০) রাঙ্গুনিয়া কলেজের ছাত্র।

বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ আলী জানান, ঘটনার পর পরই আসামী পালিয়েছে, আসামী ধরার জন্য অভিযান চালাচ্ছে সেনাবাহিনী ও পুলিশ। তিনি আরো জানান, নিহতদের লাশ স্বজনরা রাঙামাটিতে থেকে এনে দাহ ক্রিয়া সম্পন্ন করার পর মামলা করবে।

রাঙামাটি জেনারেল হাসাপাতলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন নিহতদের গলায় ও ঘাড়ে দা দিয়ে কুপানোর চিহৃ রয়েছে।
রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions