রবিবার | ১৯ মে, ২০২৪

রাঙামাটি মেডিকেল কলেজের ৫ বছর পূর্তি উপলক্ষে নানা কর্মসুচী পালিত

প্রকাশঃ ২৮ মার্চ, ২০১৯ ০৭:৪৫:৪৬ | আপডেটঃ ১০ মে, ২০২৪ ০৩:৩৫:৪৬  |  ৯৪৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি মেডিকেল কলেজের পাঠদান শুরুর ৫ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।  বৃহস্পতিবার সকাল ১১ টায়  বেলুল উড়িয়ে  দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর আনন্দ শোভাযাত্রা করেন কলেজের শিক্ষার্থী  শিক্ষকরা।

মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাস থেকে শোভাযাত্রা শুরু হয়ে রাজবাড়ি রাঙামাটি শিল্পকলা একাডেমী হয়ে কলেজ ক্যাম্পাসে গিয়ে কেক কাটেন তারা। পরে হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ টিপু সুলতান, বক্তব্য রাখেন, ডা. গৌরব দেওয়ান, ডা. হেনা বড়–য়া। বিকালে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রসঙ্গত: রাঙামাটি মেডিকেল কলেজের ক্লাশ ২০১৫সনের ১০জানুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও ক্লাশ উদ্বোধনের আঞ্চলিক দলগুলোর সাথে সংঘাতে ১জন নিহত হওয়ার পাশাপাশি রাঙামাটি শহরে কার্ফ্যু জারি করতে হয়।  সাম্প্রদায়িক সংঘাতের কারনে নির্ধারিত দিন ক্লাশ শুরু না হলেও , ২৮ মার্চ পুনরায় নিরাপত্তা প্রহরায় ক্লাশ শুরু করা হয়।  

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions