শুক্রবার | ১৭ মে, ২০২৪

কাপ্তাইয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামীলীগ প্রার্থী মফিজুল হক

প্রকাশঃ ২০ ফেব্রুয়ারী, ২০১৯ ১২:৫৬:২৬ | আপডেটঃ ১৪ মে, ২০২৪ ০৮:৩৮:৫০  |  ১২০৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে রাঙামাটি জেলার ১০টি উপজেলার মধ্যে কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মফিজুল হক।
কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বিপ্লব মারমা ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মফিজুল হক দুজনেই চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র সংগ্রহ  করেন। গত ১৮ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র জমাদানের শেষদিনে চেয়ারম্যান পদে বিপ্লব মারমা মনোনয়ন পত্র জমা না দেয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মফিজুল হক।
কাপ্তাই উপজেলা নির্বাচনে অন্য প্রার্থীরা হলেন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগ সিনিয়র সহ-সভাপতি সুব্রত বিকাশ তনচংগ্যা, উপজেলা যুবলীগ সভাপতি মো. নাছির উদ্দিন, উপজেলা কৃষকলীগের সমবায় বিষয়ক সম্পাদক মো. আলম, ওয়াগ্গা ইউপির সাবেক চেয়ারম্যান অংলাচিং মারমা।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নূর নাহার বেগম, উপজেলা মহিলা আ.লীগ সভাপতি মনোয়ারা জাহান, উপজেলা যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদিকা ও স্থানীয় সাংবাদিক মরহুম ডা. আহমেদ নবীর কন্যা ফারহানা আহমেদ পপি, উপজেলা মহিলা আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদিকা উমেচিং মারমা।
এছাড়া এবার রাঙামাটির ১০টি উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ ৮টি উপজেলা, জেএসএস মুল দল ৬টি উপজেলা এবং জেএসএস এমএন লারমা ২টি উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী দিয়েছে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions