বৃহস্পতিবার | ১৬ মে, ২০২৪
উপজেলা পরিষদ নির্বাচন

রাঙামাটিতে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৮ জনের প্রার্থিতা বাতিল

প্রকাশঃ ২০ ফেব্রুয়ারী, ২০১৯ ১২:১৯:০৩ | আপডেটঃ ০৯ মে, ২০২৪ ০৪:০৫:১৪  |  ৯২০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বুধবার বাছাইয়ে রাঙামাটি জেলার তিন চেয়ারম্যান প্রার্থীসহ ৮ জনের প্রার্থিতা বাতিল হয়েছে। ঋণ খেলাপির দায়ে এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয় বলে জানান, দায়িত্বপ্রাপ্ত রিটানিং অফিসার।

রিটানিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল জানান, বাছাইয়ে ঋণ খেলাপির দায়ে চেয়ারম্যান প্রার্থী বাঘাইছড়ির পূর্বরঞ্জন চাকমা এবং নানিয়ারচরে বিনয় কৃঞ্চ চাকমা ও রুপম দেওয়ানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই দায়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী রাঙামাটি সদরে দুর্গেশ^র চাকমা, জুরাছড়িতে শ্যামল কান্তি চাকমা, নানিয়ারচরে যুগান্ত চাকমা সেন্টু, লংগদুতে জ্ঞানপ্রভা চাকমা ও মো. সাজেদুর রহমানের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে। এ ছাড়া অন্য প্রার্থী সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। জেলার ১০ উপজেলায় চেয়ারম্যান পদে মোট ২৬, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৩৮ এবং ভাইস চেয়ারম্যান (নারী) পদে ২৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।এসব উপজেলায় দ্বিতীয় ধাপে ১৮ মার্চ ভোটগ্রহণ করা হবে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions