শুক্রবার | ১৭ মে, ২০২৪

আলীকদমে পুলিশের অভিযানে ৪ ডাকাতসহ অস্ত্র উদ্ধার

প্রকাশঃ ২৪ জানুয়ারী, ২০১৯ ১১:২০:৪৪ | আপডেটঃ ১৭ মে, ২০২৪ ০২:২৪:২০  |  ৯৮১
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের আলীকদম উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে একটি খামার বাড়িতে ডাকাতির সময় ৪জন ডাকাতসহ  দেশীয় তৈরি ৪টি একনলা বন্দুক, ২টি বন্দুকের কাঠের বড়ি, কাতুর্জ ও বন্দুক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে  পুলিশ।
আলী কদম সদর ইউনিয়নের বাঘের ঝিরি এলাকার আমিনুল ইসলামের খামার বাড়িতে এ ঘটনা ঘটে। 

আটককৃতরা হলেন- চেনতুইমুরুং, চংঅংমুরুং, চেখইং মুরুং ও দেওয়াইমুরুং। তারা সবাই আলিকদমের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার সময় ডাকাতির সময় আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃরফিকউল্লাহর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন চৌধুরী, এসআই আলমগীর ও এএসআইশামীম হোসেনসহ সঙ্গীয় পুলিশফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে। এসময় আটক ব্যক্তিদের ব্যক্তির সহযোগীতায় পার্শ্ববর্তী চাকনায় পাড়ায় অভিযান চালিয়ে মোট ৪টি অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে।

আলিকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃরফিকউল্লাহ  বলেন, রাতে ডাকাতির খবর পেয়ে আমিসহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ৪জন ডাকাত আটক করেছি। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে দেশীয় তৈরি ৪টি একনলা বন্দুক, ২টি বন্দুকের কাঠেরবড়ি, কাতুর্জ ও বন্দুক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছি।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions