শনিবার | ২৭ এপ্রিল, ২০২৪
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে

রাঙামাটিতে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রকাশঃ ১৭ মার্চ, ২০২৪ ০৯:৪৬:১৫ | আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৪ ০৮:৫৮:৪১  |  ১৯০

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম  জন্মদিন জাতীয় শিশু দিবস উপলক্ষে  বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্যোগে রাঙামাটিতে  আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে

 

রোববার বিকেল ৩টায় আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়

 

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙামাটি সভাপতি মনসুর আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মো: শাহ এমরান রোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বন ,পরিবেশ জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি

 

সময়  উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য জ্বরতি তঞ্চঙ্গ্যা, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি বৃষ কেতু চাকমা, সাধারন সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর, সাংগঠনিক সম্পাদক মো: শাওয়াল উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা, জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, প্রেস ক্লাব সভাপতি জেলা আওয়ামীলীগ সদস্য মো: সাখাওয়াৎ হোসেন রুবেল, সদস্য আশীশ কুমার চাকমা নব, মো: আবু তৈয়ব, জেলা কৃষকলীগ সাধারন সম্পাদক উদয় শংকর চাকমা, জেলা শ্রমিকলীগ সাধারন সম্পাদক মো; শামসুল আলম, জেলা যুবলীগ সাধারন সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক মো: শাহজাহান, জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক প্রকাশ চাকমা, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার যুগ্ম সম্পাদক  ম্যারিলিন মারমা এ্যানি প্রমুখ

 

এসময় প্রধান অতিথির বক্তব্যে  দীপংকর তালুকদার এমপি বলেন, বঙ্গবন্ধুর মতো মহা মানবের জন্ম না হলে আজ আমরা স্বাধীন এই বাংলাদেশ পেতাম না।   জাতির পিতা শিশু কিশোরদের খুবই ভালো বাসতেন। তিনি জীবিত অবস্থায় যেখানেই যেতেন শিশুদের জন্য কিছু করার চেষ্টা করতেন। তাই ১৯৯৮ সালে তার জন্মদিনকে জাতীয় শিশু দিবস ঘোষণা করেন তারই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে আজ পর্যন্ত সারাদেশের ন্যায় রাঙামাটিতেও এই দিনটি উৎযাপন করা হচ্ছে

 

 

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শতাধিক শিশু কিশোরদের মাঝে পুরস্কার  এবং জেলার গুণি জন সংগীত শিক্ষক নৃত্য প্রশিক্ষকদের মাঝে সম্মননা স্মারক প্রদান করা হয়

 

সভার আগে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions