রবিবার | ২৮ এপ্রিল, ২০২৪
মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ২

রাঙামাটিতে আসামির কামড়ে পুলিশ সদস্য আহত

প্রকাশঃ ১৩ মার্চ, ২০২৪ ০৯:২৭:১৮ | আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৪ ০৮:৫২:১২  |  ৮০২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে প্রায় দুই কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে থানা পুলিশ। এসময় আটক আসামির কামড়ে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার (১৩ মার্চ) বিকাল ৫টার দিকে উপজেলার রূপকারী ইউনিয়নের মারিশ্যাছড়া ব্রিজের পাশ থেকে ভুবনজয় চাকমাকে (৪২) আটক করে পুলিশ। ভুবন রূপকারি ইউনিয়নের নম্বরের ওয়ার্ডের ঝগড়াবিল এলাকার মৃ প্রতুল চাকমার ছেলে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রূপকারী ইউনিয়নের মারিশ্যাছড়া ব্রিজের পাশ থেকে তাকে আটক করা হয়। এসময়  ভুবনের আক্রমণে (কামড়ে) এক পুলিশ সদস্য আহত হয়েছে। আটকের বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহম্মেদ বলেন, ‘আমরা মাদকের বিরুদ্ধে সব সময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করি। নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে বুধবার মাদকদ দ্রব্যসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হবে।’

এদিকে, জেলার রাজস্থলী উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি চোলাই মদসহ গত মঙ্গলবার রাতে এক পাচারকারিকে গ্রেপ্তার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ। গ্রেপ্তার মংছো মারমা (৩৮) রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ার মংসাংখই মারমার ছেলে। মংছোর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজুর পর তাকে বুধবার রাঙামাটিতে আদালতে প্রেরণ করা হয়। 

চন্দ্রঘোনা থানার ওসি মো. আনচারুল করিম জানান, মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে বাঙ্গালহালিয়ার কাঁকড়াছড়ির বটতলা পাঁকা সড়ক এলাকায় অভিযান চালায়। এসময় পাচারের অপেক্ষায় রাখা ৭৫ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions