শনিবার | ২৭ এপ্রিল, ২০২৪

খাগড়াছড়িতে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

প্রকাশঃ ০৬ মার্চ, ২০২৪ ০৮:০৪:৫৯ | আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৪ ০৮:৩৫:০১  |  ৩৯০
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নে পানিতে ডুবে ১১ বছর বয়সী এক কিশোর মারা গেছে। বুধবার (৬ মার্চ) সকাল ১০টার দিকে কমলছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব গামারিডালা এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পানিতে ডুবে মৃত কিশোরের নাম এল্টন চাকমা। সে কমলছড়ি ইউনিয়নের পূর্ব গামারিডালা গ্রামের এলা চাকমা ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য শচীন চাকমা বলেন, পানিতে ডুবে পূর্ব গামারিডালা গ্রামের এক কিশোর মারা গিয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।

কমলছড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সুনীল চাকমা বলেন, ‘স্থানীয়রা আমাকে নিশ্চিত করেছেন পানিতে ডুবে এক কিশোর মারা গেছে। ওই এলাকায় জমিতে সেচ দেওয়ার জন্য একটি বড় নালাতে বাঁধ দিয়ে সেচ নালা তৈরি করা হয়। সেই সেচ নালার পানিতে ডুবে ওই কিশোরের মৃত্যু হয়েছে। অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা।’

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions