রবিবার | ০৫ মে, ২০২৪

রাঙামাটিতে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আযহা

প্রকাশঃ ২২ অগাস্ট, ২০১৮ ০৬:০২:৩৭ | আপডেটঃ ০৪ মে, ২০২৪ ০৮:৪৯:৩৭  |  ৮৫১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ত্যাগের মহিমায় ধমীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্যে দিয়ে রাঙামাটির মুসলিম সম্প্রদায় আজ পবিত্র ঈদ উল আযহা উদযাপন করছে। রাঙামাটির প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় তবলছড়ি কেন্দ্রীয় ঈদগাঁ কোতয়ালী থানা মাঠে। রাঙামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ, পুলিশ সুপার মোঃ আলমগীর কবির সর্বস্তরের মুসল্লীদের সাথে ঈদের নামাজ আদায় করেন। এছাড়া বনরূপা কালেক্টরেট মসজিদে অতিরিক্ত  জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ নজরুল ইসলাম ঈদের নামাজ আদায় করেন।
এছাড়া রিজার্ভ বাজার জামে মসজিদে সকাল ৯টায়, বনরূপা জামে মসজিদে ৮টায় ও সকাল ৯টায় ২টি, ভেদভেদী আর্মি ব্রিগেড জামে মসজিদে সকাল ৮টায়, ভেদভেদী জামে মসজিদে সকাল ৮ টায় ও সকাল ৯টায় ২টি এবং পুরানপাড়া জামে মসজিদে সকাল ৯টায় ১টি ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়।
পরে আল্লাহর নৈকট্য লাভের আশায় পশু কোরবানী দেয় মুসল্লীরা।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions