সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। ‘‘নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছো নয়নে নয়নে....’’ অকাল প্রয়াত সৃজন লালার স্মৃতি স্মরণে খাগড়াছড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রামকৃষ্ণ সেবাশ্রমের আয়োজনে (২৮জুন) শুক্রবার খাগড়াছড়ি জেলা সদর দীঘিনালা রোডস্থ বিবেকানন্দ বিদ্যানিকেতন হলে দিনব্যাপি এ স্বাস্থ্য কার্যক্রম অনুষ্ঠিত হয়।
চিকিৎসা সেবা প্রদান করেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ অঞ্জনা দত্ত- এম.ডি (রাশিয়া) সি.ও (রাশিয়া), স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা: আঞ্জুমান আরা রহমান, শিশুরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ পান্না লাল সাহা-এম.বি.বি.এস, এফ.সি.পি.এস।
এসময় অন্যান্যদের মধ্যে রামকৃষ্ণ সেবাশ্রমের খাগড়াছড়ি জেলার সভাপতি ভূবন মোহন ত্রিপুরা, সাধারণ সম্পাদক জয় প্রকাশ ত্রিপুরা, বিবেকানন্দ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক প্লাবন ত্রিপুরা, নয় মাইল বৗয়ারং অনাথ আশ্রম সভাপতি চন্দ্র কিশোর ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক যদুনাথ ত্রিপুরা উপস্থিত ছিলেন।
জেলা সদরের বিভিন্ন অনাথ আশ্রম থেকে ১শ ৫০ জনের অধিক শিশুসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী, নির্বিশেষে এ চিকিৎসা সেবায় অংশ নেন।