সোমবার | ২৯ এপ্রিল, ২০২৪
বান্দরবানের

রোয়াংছড়িতে সংঘরাজ উইচারিন্দা মহাথেরর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত

প্রকাশঃ ৩০ মার্চ, ২০২৪ ০২:০১:০২ | আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৪ ০৫:৫৮:২৮  |  ২০৯
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় গুরু ৬ষ্ঠতম সংঘরাজ ভদন্ত উ: উইচারিন্দা মহাথের এর শবদেহ দীর্ঘ ৬মাস সংরক্ষণের পর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান বান্দরবানের রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বিহারের সংলগ্ন মাঠে শুরু হয়েছে।

দুই দিনব্যাপী উদযাপনের অনুষ্ঠানটি উদ্বোধন করেন রোয়াংছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বাংলাদেশ ভিক্ষু পরিষদের সাবেক সভাপতি ভদন্ত পঞ্ঞানন্দ মহাথের।
শুক্রবার (২৯ মার্চ) অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন অনুষ্ঠানে নাইক্ষ্যংছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আসবা মহাথের এর সভাপতিতে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু পূর্নবাসন পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ঞানুত্তরা মহাথের।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ডাকবাংলা বৌদ্ধ বিহারে অধ্যক্ষ ঞানাওয়াইসা মহাথের, নাইক্যছাড়া বৌদ্ধ বিহারে অধ্যক্ষ ক্ষেমাচারা মহাথের, ভঙ্গামূড়া পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সোমা মহাথের, পার্বত্য ভিক্ষু পরিষদের অধ্যক্ষ ও উদযাপন কমিটির প্রধান সম্পাদক ভদন্ত ইন্দাচারা মহাথের, অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব ভদন্ত তিক্ষিন্দ্রিয় থের, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা।

এছাড়া সহস্্রাধিক ভিক্ষু সংঘ ও ধর্মপ্রাণ নর-নারীসহ বিভিন্ন শ্রেণির পেশার জনগণ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে বান্দরবান জেলা প্রশাসক মোহাম্মদ শাহ্ মোজাহিদ উদ্দিন অনুষ্ঠান প্রাঙ্গণ পরিদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মামুন, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ পারভেজ আলীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।


বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions