সোমবার | ১১ নভেম্বর, ২০২৪

সাজেকে পর্যটকদের জন্য ঈদে ১৫% ছাড় কটেজ মালিকদের

প্রকাশঃ ২৪ জুন, ২০২৩ ০১:৩৪:১১ | আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৪ ০১:১৩:৪৫  |  ২০৩৪

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। ঈদুল আযহা উপলক্ষে রাঙ্গামাটির সাজেকে পর্যটক আকর্ষণে রিসোর্ট কটেজে ১৫% ছাড় ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন কটেজ মালিক সমিতি অব সাজেকের সহ-সভাপতি চাইথোয়াই অং চৌধুরী জয়

 

তিনি জানান, ঈদুল ফিতরের পর থেকে সাজেকে পর্যটক কমে গেছে। মৌসুমে সময়ে যেখানে পর্যটকে ভরপুর থাকত সেখানে এখন ফাঁকা সব রিসোর্ট কটেজ। অলস সময় পার করছেন দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা। একই অবস্থা খাবার হোটেল সহ অন্যান্য ব্যবসায়ীদের। বিগত দুই মাস ধরে পর্যটক কম আসায় বন্ধ হয়ে গেছে বেশকিছু কটেজ খাবার হোটেল। যারা চালু রেখেছেন তারাও লোকসানে। এসব বিষয় বিবেচনা করে ঈদুল আযহাকে সামনে রেখে ২৪ জুন থেকে যারা সাজেকের রিসোর্ট, কটেজে বুকিং করবেন তাদের রুম ভাড়ার উপর ১৫% ছাড় দেয়া হবে। আগামী এক মাস ছাড় কার্যকর থাকবে। 

 

দার্জিলিং রিসোর্টের মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম জানান, ঈদুল আযহাকে ঘিরে কিছু বুকিং হচ্ছে। আশা করছি দুই মাস যে অচলাবস্থা ছিল তা কেটে যাবে 

পর্যটন |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions