বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৮১ রোহিঙ্গা নাগরিক আটক বান্দরবান জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করলেন চেয়ারম্যান ও সদস্যরা ১৩ নভেম্বর বান্দরবানে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা আর জনসভা কাপ্তাই লেকের সঙ্গে এখানকার মানুষের জীবন-জীবিকা জড়িত : সুপ্রদীপ চাকমা এমএন লারমাকে উদ্দেশ্যমূলকভাবে হত্যা করা হয়েছে : ঊষাতন তালুকদার
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। ঈদুল আযহা উপলক্ষে রাঙ্গামাটির সাজেকে পর্যটক আকর্ষণে রিসোর্ট ও কটেজে ১৫% ছাড় ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন কটেজ মালিক সমিতি অব সাজেকের সহ-সভাপতি চাইথোয়াই অং চৌধুরী জয়।
তিনি জানান, ঈদুল ফিতরের পর থেকে সাজেকে পর্যটক কমে গেছে। মৌসুমে এ সময়ে যেখানে পর্যটকে ভরপুর থাকত সেখানে এখন ফাঁকা সব রিসোর্ট কটেজ। অলস সময় পার করছেন দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা। একই অবস্থা খাবার হোটেল সহ অন্যান্য ব্যবসায়ীদের। বিগত দুই মাস ধরে পর্যটক কম আসায় বন্ধ হয়ে গেছে বেশকিছু কটেজ ও খাবার হোটেল। যারা চালু রেখেছেন তারাও লোকসানে। এসব বিষয় বিবেচনা করে ঈদুল আযহাকে সামনে রেখে ২৪ জুন থেকে যারা সাজেকের রিসোর্ট, কটেজে বুকিং করবেন তাদের রুম ভাড়ার উপর ১৫% ছাড় দেয়া হবে। আগামী এক মাস এ ছাড় কার্যকর থাকবে।
দার্জিলিং রিসোর্টের মালিক ও সমিতির সহ-সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম জানান, ঈদুল আযহাকে ঘিরে কিছু বুকিং হচ্ছে। আশা করছি দুই মাস যে অচলাবস্থা ছিল তা কেটে যাবে।