রাঙামাটি-চট্টগ্রাম-ঢাকা রুটে ২টি এভারগ্রীন বাসের শুভ উদ্বোধন খাগড়াছড়িতে ইন্জিনিয়ার আব্দুল মজিদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু পার্বত্য চুক্তিতে সংবিধানের সাথে সাংঘর্ষিক ধারা সংশোধনের দাবি পিসিসিপি'র পার্বত্য শান্তিচুক্তি উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধন এপেক্স ক্লাব অব বান্দরবানের ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে গত শুক্রবার আওয়ামীলীগ-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলায় সাংবাদিকদের আসামী করায় উদ্বেগ প্রকাশ করেছে প্রেসক্লাব ও পেশাজীবী সাংবাদিকরা।
মঙ্গলবার খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া ও সাধারণ সম্পাদক আবু তাহের স্বাক্ষরিত এক বিবৃতিতে রাজনৈতিক মামলায় পেশাজীবী সাংবাদিকদের আসামী করায় উদ্বেগ জানানো হয়।
এ সব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাজনৈতিক দলগুলোর এমন অপতৎপরতা বিরত থাকার আহ্বান জানান।
প্রসঙ্গত, গেল শুক্রবার (২৬ মে) বিএনপির জনসমাবেশে আসার পথে ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে। এ ঘটনায় বিএনপি আওয়ামীলীগ পাল্টাপাল্টি অভিযোগ তুলে পৃথক পৃথক মামলা দায়ের করেন।