বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৮১ রোহিঙ্গা নাগরিক আটক বান্দরবান জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করলেন চেয়ারম্যান ও সদস্যরা ১৩ নভেম্বর বান্দরবানে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা আর জনসভা কাপ্তাই লেকের সঙ্গে এখানকার মানুষের জীবন-জীবিকা জড়িত : সুপ্রদীপ চাকমা এমএন লারমাকে উদ্দেশ্যমূলকভাবে হত্যা করা হয়েছে : ঊষাতন তালুকদার
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে গত শুক্রবার আওয়ামীলীগ-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলায় সাংবাদিকদের আসামী করায় উদ্বেগ প্রকাশ করেছে প্রেসক্লাব ও পেশাজীবী সাংবাদিকরা।
মঙ্গলবার খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া ও সাধারণ সম্পাদক আবু তাহের স্বাক্ষরিত এক বিবৃতিতে রাজনৈতিক মামলায় পেশাজীবী সাংবাদিকদের আসামী করায় উদ্বেগ জানানো হয়।
এ সব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাজনৈতিক দলগুলোর এমন অপতৎপরতা বিরত থাকার আহ্বান জানান।
প্রসঙ্গত, গেল শুক্রবার (২৬ মে) বিএনপির জনসমাবেশে আসার পথে ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে। এ ঘটনায় বিএনপি আওয়ামীলীগ পাল্টাপাল্টি অভিযোগ তুলে পৃথক পৃথক মামলা দায়ের করেন।