রাঙামাটিতে সাম্প্রদায়িক সহিংসতা: অনিক চাকমা হত্যা মামলায় গ্রেপ্তার ৩ লংগদুর শিশু ধর্ষণ মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বান্দরবানে দূর্গা পূজা উদযাপন কমিটির সাথে সেনাবাহিনীর মতবিনিময় ১৬ বছর পর লংগদুতে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পিত সংঘাত সৃষ্টিকারী পাহাড়ি সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি পিসিসিপি'র
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পাহাড়ের চারণ সাংবাদিক, দৈনিক প্রথম আলোর খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা প্রতিনিধি পলাশ বড়ুয়া পরলোকগমন করেছেন। আজ বুধবার (২ আগস্ট) বিকেলে ঢাকার শমরিতা হাসপাতালে লাইফ সার্পোটে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। পেশাগত জীবনে অসংখ্য মানুষের জন্য নিবেদিত প্রাণ পলাশ বড়ুয়ার জীবন গাড়ি থেমে গেল মাত্র ৪৯ বছরেই।
এর আগে, গত রোববার (৩০ জুলাই) রাঙামাটির লংগদুতে বেড়াতে অসুস্থ হয়ে পড়েন সাংবাদিক পলাশ বড়ুয়া। এরপর তাঁকে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেওয়া হয়। পরে সেখান খাগড়াছড়ির একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর রাতেই উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে নেওয়া হয়। এরপরও শারীরিক অবস্থার অবনিত হওয়ায় সোমবার দুপুরে সকালে তাকে ঢাকার শমরিতা হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বুধবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
অসুস্থ অবস্থায় থাকাকালীন সময় থেকেই সহকর্মী থেকে শুরু করে পাহাড়ের সাধারণ মানুষ তাঁর সুস্থতা কামনা জানিয়েছেন। সকলের আশার অবসান ঘটিয়ে অবশেষে অন্তিমযাত্রায় পাড়ি দিয়েছেন সাংবাদিক পলাশ। বুধবার রাতেই তাঁর নিথর মৃতদেহ নিয়ে দীঘিনালার নিজ বাড়িতে ফিরছেন তাঁর সঙ্গে থাকা সহকর্মী-স্বজনরা।
সাংবাদিক পলাশ খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা থেকে পেশাদায়িত্ব পালন করলেও তাঁর লেখায় বিভিন্ন সময়ে ফুটে উঠেছিল নানান অসংগতি, দুঃখ দুর্দশার কথা। পেয়েছিলেন বিভিন্ন পুরষ্কারও। পেশাগত জীবনে তিনি একজন সাংবাদিক হলেও একাধারে কবি, সংগঠক ও মানবতাবাদী ছিলেন পলাশ। সাংবাদিকতার বর্নাঢ্য জীবনে তিনি দুর্গম ঘুরে ঘুরে কাজ করে গেছেন। এছাড়া দীঘিনালায় বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ক্ষেত্রেও রয়েছে তাঁর অবদান। তাঁর এই অনাকাঙ্ক্ষিত পাহাড়ের সাংবাদিক অপূরণীয় ক্ষতি।
পলাশ বড়ুয়ার অকাল প্রয়াণে দীঘিনালা উপজেলা প্রেস ক্লাব, রাঙামাটি সাংবাদিক সমিতি, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন, পাহাড়ের জনপ্রিয় অনলাইন সিএইচটি টুডে ডট কম, শিজক ডট কমসহ বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনরাও শোক জানিয়েছেন।