বুধবার | ০৮ মে, ২০২৪

অসহায় ও ক্ষতিগ্রস্তদের পাশে লংগদু উপজেলা প্রশাসন

প্রকাশঃ ১২ সেপ্টেম্বর, ২০২১ ০৮:০৯:৩৭ | আপডেটঃ ০৬ মে, ২০২৪ ০৪:৫৫:৩৪  |  ৫৭১
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। রাঙামাটির লংগদু উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারে সদস্যদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।

রোববার (১২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠান ও ২২ জন ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের সদস্যদের মাছে এই নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাইনুল আবেদীন পরিবার প্রতি নগদ ৩ হাজার টাকা ও ১ বান্ডেল করে ঢেউটিন প্রদান করেন।

এছাড়াও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী (ঝান্টু), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোবায়ের হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য , করোনা মহামারী কারণে  ২০২০ সালে ১৭ মার্চ হতে বন্ধ থাকা সব শিক্ষা প্রতিষ্ঠান ১২ সেপ্টেম্বরে রোববার হতে চালু হয়েছে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions