রবিবার | ১৯ মে, ২০২৪
খাগড়াছড়ি জেলা রোভারের ৭ম ত্রৈ-বার্ষিক কাউন্সিলে জেলা প্রশাসক সহিদুজ্জামান

জাতীয় দুর্যোগ সহ সকল কার্যক্রমে রোভাররা সর্বদা সচেষ্ট থাকেন

প্রকাশঃ ০৫ মে, ২০২৪ ০৬:০২:৫৬ | আপডেটঃ ১৯ মে, ২০২৪ ০১:৪৯:৫২  |  ২০৪

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। বাংলাদেশ স্কাউটস, খাগড়াছড়ি জেলা রোভারের ৭ম ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা সম্পন্ন হয়েছে। রবিবার ( মে) বেলা ১১টায় খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক জেলা রোভার সভাপতি মোঃ সহিদুজ্জামান

 

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান বলেন, 'জাতীয় দুর্যোগ সহ সকল কার্যক্রমে রোভাররা সর্বদা সচেষ্ট থাকে। এছাড়া রোভারিং কার্যক্রমের মাধ্যমে যুব সমাজের দক্ষতা বৃদ্ধি পায়। সকল পর্যায়ে রোভারিং কার্যক্রমে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।'

 

এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সরাফত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) রুমানা আক্তার, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোসলেম উদ্দিন, জেলা রোভার সম্পাদক মোঃ দুলাল হোসেন এবং খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি প্রদীপ চৌধুরী প্রমূখ

 

কাউন্সিল সভা শেষে খাগড়াছড়ি জেলা রোভারের আংশিক নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সহ-সভাপতি পদে খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ সরাফত হোসেন, রামগড় সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল লতিফ, মাটিরাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ কামাল হোসেন মজুমদার, পানছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রহিম, দ্বিতীয় মেয়াদে সম্পাদক হয়েছেন দীঘিনালা সরকারি কলেজের প্রভাষক মোঃ দুলাল হোসেন, যুগ্ম সম্পাদক মহালছড়ি সরকারি কলেজের প্রভাষক কিউট চাকমা, জেলা কমিশনার গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাজিম উদ্দিন, কোষাধ্যক্ষ এডভোকেট মোঃ রবিউল ইসলাম সহ ১৪ সদস্যের আংশিক নির্বাহী কমিটি ঘোষণা করা হয়

 

এসময় খাগড়াছড়ি জেলা রোভারের বিভিন্ন ইউনিটের রোভার স্কাউট লিডার, গ্রুপ সভাপতির প্রতিনিধি, আরএসএল প্রতিনিধি এবং রোভার সদস্যরা অংশ নেন। উল্লেখ্য, পদাধিকারবলে খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান জেলা রোভারের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) রুমানা আক্তার জেলা রোভারের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions