বুধবার | ০৮ মে, ২০২৪

রাঙামাটি পৌর এলাকায় গণটিকাদান কার্যক্রম অনুষ্ঠিত

প্রকাশঃ ১১ সেপ্টেম্বর, ২০২১ ০১:৫৫:০১ | আপডেটঃ ০৪ মে, ২০২৪ ০৪:৫৭:১৯  |  ৬১৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। সারাদেশের মত রাঙামাটি পৌরএলাকায় গণটিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গত ৭ আগষ্ট যারা সিনোফার্মা টিকার প্রথম ডোজ নিয়েছেন আজ এক মাস পর তাদের ২য় ডোজ দেয়া হলো। রাঙামাটি পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ১৮০০ জনকে এই টিকা কার্যক্রমের আওতায় আনা হলেও প্রথম দফায় টিকা দিয়েছেন ১,৭৬৭জন আজ দ্বিতীয় দফায় টিকা নিয়েছেন ১,৬৭৫জন। দ্বিতীয় দফায় ৯২জন টিকা নিতে আসেনি।  সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৯টি ওয়ার্ডে এই টিকা দেয়া হয়।

রাঙামাটি পৌরসভার স্যানেটারী পরিদর্শক ফিরোজ আল মাহমুদ সোহেল জানিয়েছেন, যারা আজকে দ্বিতীয় ডোজ দিতে পারেননি, তারা স্বাস্থ্যবিভাগে যোগাযোগ করে দিতে পারবেন।

স্বাস্থ্যবিভাগ জানিয়েছে, ৭ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর এর মধ্যে গণটিকা দ্বিতীয় ডোজের কার্যক্রম শেষ করতে সরকারি নির্দেশনা দেয়া আছে, তাই বিভিন্ন উপজেলার ইউনিয়ন ও পৌর এলাকায় গণটিকাদান কার্যক্রম চলছে।

এর বাইরে মোবাইলে মেসেজ প্রাপ্তদের টিকাদান অব্যাহত রয়েছে। রাঙামাটিতে এই পর্যন্ত প্রথম ডোজের টিকা দেয়া হয়েছে ১,৫৭,৬৮১জনকে এবং দ্বিতীয় ডোজের টিকা দেয়া হয়েছে ৫৭,৬০৯জন।  

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions