শনিবার | ২৭ এপ্রিল, ২০২৪

খাগড়াছড়িতে করোনার টিকার মজুদ শেষ

প্রকাশঃ ০৯ মে, ২০২১ ০২:৪৯:১১ | আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৪ ১০:৩১:২৬  |  ৭৭৭
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে করোনার টিকার মজুদ শেষ হওয়ায় টিকা প্রদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার সকাল থেকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল সহ অন্য সব কেন্দ্রে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, খাগড়াছড়িতে ১ম ডোজে ৩০ হাজার ২ শ ৩২ জন করোনার প্রথম টিকা গ্রহণ করেছে। দ্বিতীয় ডোজে ১৭ হাজার ৮ শ ১৭ জন টিকার আওতায় আসছে। টিকার মজুদ শেষ হয়ে যাওয়ায় অনির্দিষ্টাকালের জন্য এ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

জেলায় এখন পর্যন্ত ৮ শ ৮৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ৮ শ ৪৪ জন। মৃত্যুবরণ করেছে ৮ জন।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions