রাঙামাটিতে সাম্প্রদায়িক সহিংসতা: অনিক চাকমা হত্যা মামলায় গ্রেপ্তার ৩ লংগদুর শিশু ধর্ষণ মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বান্দরবানে দূর্গা পূজা উদযাপন কমিটির সাথে সেনাবাহিনীর মতবিনিময় ১৬ বছর পর লংগদুতে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পিত সংঘাত সৃষ্টিকারী পাহাড়ি সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি পিসিসিপি'র
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি জেলা শহরের উপজেলা মাঠে ঈদ ও নববর্ষ উপলক্ষে বস্ত্র, হস্ত ও কুটির শিল্প মেলা শুরু হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় মেলার শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
খাগড়াছড়ি জেলা যুব মহিলা লীগের উদ্যোগে আয়োজিত মেলায় থাকছে,নাগরদোলা,নৌকা, ট্রেন,জাম্পিং, স্লিপার, ডলিমন মোটর-কার, ঘোড়া, ভূতের বাড়ি, দেশি-বিদেশি বিভিন্ন পণ্যের শতাধিক স্টলসহ প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
মেলার প্রধানতম উদ্যোক্তা খাগড়াছড়ি যুব মহিলা লীগের সভাপতি বিউটি রানী ত্রিপুরা বলেন, হস্ত, বস্ত্র, ক্ষুদ্র কুটির শিল্পে প্রচার-প্রকাশ ঘটানো ও ঈদ/বৈশাখীর আনন্দ আরো বাড়িয়ে দেয়া মেলার মূল লক্ষ্য-উদ্দেশ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লি:’-এর সা. সম্পাদক মো. মনির আহাম্মদ,দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, জেলা আওয়ামীলীগের আফতাব উদ্দিন চৌধুরী ও শামীম আহম্মেদ চৌধুরী, খাগড়াছড়ি যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম চৌধুরী এবংসদর উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আকতার হোসেন প্রমুখ।
উল্লেখ্য,আজ মেলার শুভ উদ্বোধন হলেও আগামী বুধবার থেকে মেলা পুরো দমে চালু হবে।