বুধবার | ০৮ মে, ২০২৪

বিশ্বমিত্র চাকমা হত্যার ঘটনায় সুজনকে প্রধান আসামী করে ১০জনের নামে মামলা

প্রকাশঃ ০২ এপ্রিল, ২০২১ ০৮:৩৯:০১ | আপডেটঃ ০৭ মে, ২০২৪ ১০:২৩:০২  |  ১০৩৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির বাঘাইছড়ির বাবুপাড়ায় জেএসএস এমএন লারমা গ্রুপের নিজেদের আস্তানায় সহকর্মীর গুলিতে বিশ্বমিত্র চাকমা ওরফে যুদ্ধ নিহত হওয়ার ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকালে বাঘাইছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিহতের বড় ভাই অশোক কুমার চাকমা ঘাতক সুজন চাকমাসহ ১০ জনের নাম উল্লেখসহ মোট অজ্ঞাতনামা ১৮জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করে।

প্রসঙ্গত: ৩১ মার্চ বুধবার মধ্য রাতে জেএসএস এমএন লারমা গ্রুপের ৮জন নিজেদের আস্তানায় বসে আড্ডা দিয়ে ৬জন ঘুমাতে যান। এসময় ২জন আর্মস কমান্ডার বিশ্বমত্র চাকমা ওরফে যুদ্ধ ও সুজন চাকমা আস্তানা পাহাড়া দিচ্ছেলেন, পাহাড়ার এক পর্যায়ে সুজন চাকমা বাহির থেকে দরজা বন্ধ করে দিয়ে বিশ্বমিত্র চাকমাকে গুলি করে বিশ^মিত্রের ব্যবহৃত একে-৪৭ রাইফেল ও একে -৪ রাইফেল, থ্রি-২ পিস্তল এবং ২৫৭ রাউন্ড গুলাবারুদ নিয়ে পালিয়ে যায়।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, নিহতের পরিবার মামলা দায়ের করেছে, আমরা আসামী ধরতে তৎপরতা চালাচ্ছি।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions