খাগড়াছড়ি পৌর নির্বাচনে অল্পের জন্য রক্ষা পেলো আ’লীগ লামা পৌরসভার মেয়র নির্বাচিত হলেন নৌকার জহিরুল ইসলাম খাগড়াছড়ি আওয়ামীলীগের নির্মলেন্দু চৌধুরী মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত রাঙামাটির অনুরুদ্ধ বন বিহারে আটাশ বুদ্ধ পুজা, বুদ্ধ মূর্তিদানসহ নানান ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটি চেম্বার অব কমার্সের নেতৃত্বে ওয়াদুদ-উসাং মং ও আলী বাবর
সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। খাগড়াছড়ি জেলার মহালছড়িতে মুজিববর্ষে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কর্মহীন ও দরিদ্র পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী।
১০ জানুয়ারী রোবার দুপুর ১ টার সময় মহালছড়ি জোনের আওতাধীন দূর্গম মগপাড়া এলাকায় উক্ত শীতবস্ত্র গুলো বিতরণ করা হয়।
মুজিববর্ষে বঙ্গবন্ধুর স্বদেশ
প্রত্যাবর্তন দিবস এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে
কর্মহীন ও দরিদ্র মানুষের সাহাযার্থে এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই
ধারাবাহিকতায় উক্ত এই কার্যক্রম।
উক্ত মগপাড়ায় বসবাসরত একশত দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মহালছড়ি জোন। দূর্গম পাহাড়ী অঞ্চলে শীতবস্ত্র বিতরণ কষ্টসাধ্য ও কঠিন কাজটি অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন করেছে মহালছড়ি জোনের সেনাসদস্যরা। উক্ত এলাকার কর্মহীন ও দুস্থ মানুষেরা তাদের এই দুর্দিনে প্রয়োজনীয় শীতবস্ত্র পেয়ে অত্যন্ত খুশি এবং সেনাবাহিনীর এই কার্যক্রমে তারা অনেক উপকৃত হয়েছেন বলে জানান।