মঙ্গলবার | ১৯ মার্চ, ২০২৪

বান্দরবানে এক হাতে গাছের চারা, অন্য হাতে ধর্ষণকে লাল কার্ড প্রর্দশন

প্রকাশঃ ৩১ অক্টোবর, ২০২০ ০৫:৫০:১৭ | আপডেটঃ ১৯ মার্চ, ২০২৪ ০২:৫২:৪০  |  ৮০০
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। এক হাতে গাছের চারা, অন্য হাতে ধর্ষণকে লাল কার্ড, এমনই অভিনব দৃশ্য দেখা গেছে বান্দরবানে। শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে মাদক ও ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

৩১ অক্টোবর ( শনিবার) সকালে বান্দরবান শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনের সদস্যরা টিফিনের টাকায় গাছ কিনে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন। শিক্ষার্থীরা গাছের চারা হাতে নিয়ে মাদক ও ধর্ষণবিরোধী শপথ পাঠ করে। শপথ বাক্য পাঠ করান লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল। এসময় তারা সব অন্যায়কে লাল কার্ড প্রদর্শন করে সবুজ বাংলা গড়ার শপথ নেয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজা সারোয়ার। এসময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক মিনারুল হক,সংগঠনের তিতাস শাখার সভাপতি আবদুল্লাহ আল মামুন,লাকসাম শাখার সাংগঠনিক সম্পাদক আহমেদ রায়হান, অর্থ সম্পাদক তাসফিন আহমেদ,দপ্তর সম্পাদক বাদশা পাটোয়ারীসহ প্রমুখ।

সংগঠনের প্রতিষ্ঠতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন,আমরা প্রতি বছর টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষার্থীদের মধ্যে এক লাখ গাছের চারা বিতরণ করি। বর্তমান সময়ে স্কুল-কলেজ বন্ধ থাকার পরও ৪৭টি জেলায় এ পর্যন্ত ৮৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ করা হয়েছে।

কাওসার আলম সোহেল আরো বলেন, গত ৭জুলাই কুমিল্লা থেকে ভ্রাম্যমাণ কার্যক্রমটি শুরু করা হয়,জেলার বিভিন্ন বিদ্যালয়ের মাঠ, গ্রাম,রাস্তা,শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে এ চারা বিতরণ করা হচ্ছে এবং এই কর্মসুচী অব্যাহত থাকবে।


বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions