রবিবার | ১৯ মে, ২০২৪
কঠোর থাকবে আইন শৃঙ্খলা বাহিনী

কাপ্তাইয়ে ৭টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয়া দুর্গা উৎসব

প্রকাশঃ ১৫ অক্টোবর, ২০২০ ১১:১৭:৫৭ | আপডেটঃ ১৯ মে, ২০২৪ ০২:০১:৫২  |  ৭৫৭
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। কাপ্তাই উপজেলায় ৭টি পূজা মন্ডপে এবার সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে হিন্দু ধর্মালম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপুজা। উৎসব ঘিরে পুজা মন্ডপে বাড়ানো হবে পুলিশী তৎপরতা। পুজা মন্ডপে মাদক পরিবহণসহ বিশৃঙ্খলা রোধে কঠোর থাকবে প্রশাসন।

উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (১৫ই অক্টোবর) দুপুরে আসন্ন শারদীয় দুর্গাপুজা উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তগণ এসব কথা বলেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক, উপজেলা আ.লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন, চন্দ্রঘোনা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিউল আজম, রাইখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, সা. সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু সহ আরও অনেকে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দিরের প্রতিনিধিরা, বিজিবি, পুলিশ, আনসার বাহিনী এবং স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিগণ।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions