সোমবার | ২৯ এপ্রিল, ২০২৪

কাপ্তাই লেকে পানকৌড়ির ২টি বাচ্চা অবমুক্ত করলো বনবিভাগ

প্রকাশঃ ০৩ অক্টোবর, ২০২০ ১০:১৭:৫১ | আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৪ ১২:১২:৫২  |  ৮০৪
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। কাপ্তাইয়ের নতুন বাজার এলাকা হতে উদ্ধার হওয়া পানকৌড়ি পাখির ২টি বাচ্চাকে ১৫দিন লালন পালন শেষে শনিবার (৩ই  অক্টাবর) দুপুরে কাপ্তাই লেকে অবমুক্ত করেছে বন বিভাগ।

বন বিভাগ সূত্রে জানা যায়, ডানা মেলে ঠায় বসে থাকা পাখি পানকৌড়ি (ইরেজিং নাম- cormorant))। আকারে কাকের মতো বড়, কালো রংয়ের। ঠোঁট হাঁসের মতো ছড়ানো, লেজও বেশ ছড়ানো থাকে এ পাখির।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এস এম মাহবুব উল আলম জানান, গত ১৯ই সেপ্টেম্বর নতুন বাজার এলাকা থেকে পার্বত্য দক্ষিন বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ্ এর নির্দেশে দু’টি পাকৌড়ির বাচ্চা উদ্ধার করা হয়। ১৫ দিন লাল পালন শেষে বিএফআইডিসির অফিস সংলগ্ন কাপ্তাই লেকে তাদের অবমুক্ত করা হয়েছে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions