বুধবার | ০৮ মে, ২০২৪

রাঙামাটিতে বিশ্ব পরিবেশ দিবস পালন

প্রকাশঃ ২০ জুন, ২০১৯ ০৫:০০:৫২ | আপডেটঃ ০৬ মে, ২০২৪ ০৮:১৭:৩৫  |  ৮১৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আজ রাঙামাটিতে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। “আসুন বায়ু দুষণ রোধ করি” এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে শহরের পৌরসভা চত্ত্বর থেকে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন আলম। এসময় সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহসহ সরকারী ও বেসরকারী দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, পাহাড়ে মাটি রক্ষাকারী গাছ কেটে ব্যবসায়ীরা পাহাড়ের ক্ষতি করছে। তাদের এমন কাজের ফলে মাটি উর্বরতা হ্রাস পাচ্ছে যার কারণে পাহাড় ধসের মতো ঘটনাও ঘটছে। স্থানীয় সচেতন মহলকে এ বিষয়ে সতর্ক হয়ে পাহাড়ের মাটি রক্ষার জন্য উদ্যোগ নিতে এবং বেশি করে গাছ লাগানোর জন্য আহ্বান জানান বক্তারা। এছাড়া বক্তারা নির্বিচারে গাছ কাটা ও পাচার বন্ধ করার আহবান জানান।

সভায় বক্তারা বেশী করে গাছ লাগাতে এবং পরিবেশ বাঁচাতে উদ্যেগী হতে বলেন।

পরে তামাক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions