শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪
খাগড়াছড়িতে বাঙালী ছাত্র পরিষদের বিক্ষোভ

মাইক্রোবাস চালক হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

প্রকাশঃ ০৪ মে, ২০১৮ ০৪:২৩:৩২ | আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৪ ০৫:৪৪:১৩  |  ১১২৫
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। রাঙামাটির নানিয়ারচরে বেতছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত মাইক্রো চালক সজীব হোসেনের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ করেছে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ।

শুক্রবার রাত ৮টায় খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মাইক্রো চালক বেলাল হোসেন ও পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ খাগড়াছড়ি শাখার সহ সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো: আসাদ বক্তৃতা করেন।

বক্তারা, আগামী ২৪ ঘন্টার মধ্যে নিরহ মাইক্রো চালক সজীব হোসেনের হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনলে কঠিন কর্মসূচি ঘোষণার হুশিঁয়ারী দেন।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাঙামাটির নানিয়ারচরে দূর্বৃত্তের গুলিতে নিহত জনসংহতি সমিতির শীর্ষ নেতা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমার শেষকৃত্য অনুষ্ঠানে যোগাদানকারীদের নিয়ে যাচ্ছিলেন মাইক্রো চালক সজীব হোসেন। পথিমধ্যে নানিয়ারচরের বেতছড়ি ফরেস্টটিলা এলাকায় দূর্বৃত্তের ব্রাশফায়ারে সজীব হোসেনসহ ৫ জন নিহত ও ৮ জন আহত হয়। নিহতদের মধ্যে
ইউপিডিএফ গণতান্ত্রিকের প্রধান তপন বিকাশ চাকমা ওরফে বর্মা রয়েছেন।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions