রাঙামাটিতে আদা চাষীদের মধ্যে রুপালী ব্যাংকের ঋন বিতরণ ৩০ মার্চ থেকে খুলে দেওয়া হবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান মুজিববর্ষ উপলক্ষে বিজিবি-বিএসএফ মৈত্রী সাইকেল র্যালী অনুষ্ঠিত জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনা দিলো আসবাবপত্র সমিতি শান্তি চুক্তির ফলে পার্বত্য এলাকায় শান্তি বিরাজ করছে : পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপি
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় স্বাধীনতা কাপ ফুটবল টুর্ণামেন্টের সমাপনী খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে টুর্ণামেন্টের সমাপনী খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
সমাপনী খেলায় অংশ নেয় রোয়াংছড়ি সদর ইউনিয়ন ফুটবল একাদশ বনাম রোয়াংছড়ি বাজার বনফুল ক্লাব। খেলায় রোয়াংছড়ি বাজার বনফুল ক্লাব ১-০ গোলে রোয়াংছড়ি সদর ইউনিয়ন ফুটবল একাদকে পরাজিত করে ।
সমাপনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।এসময় জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার,পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যাবামং মার্মা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দিদারুল আলম,রোয়াংছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মার্মা, পুরুষ ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মার্মা, রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম চৌধুরীসহ বিভিন্ন ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ী ও বিজীত দলের মধ্যে পুরস্কার ও ট্রফি প্রদান করেন অতিথিরা।