শুক্রবার | ০৬ ডিসেম্বর, ২০২৪

শেখ কামালের জন্মদিন উপলক্ষ্যে রাঙামাটিতে প্রীতি ফুটবল ম্যাচ ও বৃক্ষরোপন

প্রকাশঃ ০৫ অগাস্ট, ২০২৩ ০৫:৫০:৫৬ | আপডেটঃ ০৫ ডিসেম্বর, ২০২৪ ০৯:৩৯:৩৫  |  ১৬৯৩

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৫ আগষ্ট) বিকেলে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।


প্রীতি ম্যাচে রাঙ্গামাটি জেলা প্রশাসন ফুটবল দল বনাম রাঙ্গামাটি পৌরসভা ফুটবল দল অংশগ্রহণ করে। খেলায় জেলা প্রশাসন ১-০ গোলের ব্যবধানে রাঙ্গামাটি পৌরসভা দলকে পরাজিত করে।


প্রধান অতিথি থেকে বিজয়ী এবং খেলোয়াড়দের মাঝে পুরুষ্কার বিতরণ করেন, জেলা প্রশাসক মোশারফ হোসেন খান।


এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এস, এম, ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ এবং জেলা ক্রীড়া সংস্থার সহ- সভাপতি বরুণ বিকাশ দেওয়ান, সাধারণ সম্পাদক শফিউল আজমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


এদিকে খেলা শেষে স্টেডিয়াম প্রাঙ্গনে বৃক্ষরোপন করেন অতিথিরা।

 

স্পোর্টস |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions