বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৮১ রোহিঙ্গা নাগরিক আটক বান্দরবান জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করলেন চেয়ারম্যান ও সদস্যরা ১৩ নভেম্বর বান্দরবানে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা আর জনসভা কাপ্তাই লেকের সঙ্গে এখানকার মানুষের জীবন-জীবিকা জড়িত : সুপ্রদীপ চাকমা এমএন লারমাকে উদ্দেশ্যমূলকভাবে হত্যা করা হয়েছে : ঊষাতন তালুকদার
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনুর্ধ ১৭ ফুটবলের উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাঙামাটি সদরের কুতুকছড়ি ইউনিয়ন।
রোববার বিকেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস শুক্কুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা টাইব্রেকারে বালুখালী ইউনিয়নকে ৪-২ গোলে পরাজিত করে এ গৌরব অর্জন করে।
রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজীতদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, দুর্গেশ্বর চাকমা, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুর রশিদ, উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ওয়াশিংটন চাকমা, আব্দুল মঈন, সাধারন সম্পাদক মোঃ হান্নান, যুগ্ম সম্পাদক মোঃ মঈন, ছাড়াও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মোঃ হাসান উদ্দিন।
টুর্ণামেন্টে বালুখালী ইউনিয়নের পুস্পন ত্রিপুরা সেরা খেলোয়াড়, অজয় ত্রিপুরা সেরা গোলরক্ষক ও কুতুকছড়ি ইউনিয়নের প্রগতি চাকমা সেরা গোলদাতা হওয়ার গৌরব অর্জন করেন। উপজেলা পর্যায়ে রাঙামাটি সদরের ৬টি ইউনিয়ন বালক দল টুর্ণামেন্টে অংশগ্রহণ করে।