বুধবার | ০১ মে, ২০২৪

বান্দরবানে প্রাথমিক বিদ্যালয়ে ষ্টুডেন্ট কাউন্সিল অনুষ্ঠিত

প্রকাশঃ ২০ ফেব্রুয়ারী, ২০১৯ ০৭:৫৬:৫১ | আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৪ ০১:৩৫:৫১  |  ৮১৪
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবান পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয়ের ষ্টুডেন্ট কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে শহরের বিভিন্ন স্কুলে চলে ভোট গ্রহণ। বিদ্যালয়ের শিক্ষার্থীরাও ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেয়। ছাত্রছাত্রীদের সরাসরি ভোটে একবছর মেয়াদের জন্য নির্বাচিতরা শিক্ষাঙ্গনের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে নেতৃত্ব দেয়ার সুযোগ পাবে।

শিশুকাল থেকে ছাত্রছাত্রীদের গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল এবং বিদ্যালয়ের শিখন শিখানো কার্যক্রমে শিক্ষকদের সহযোগিতা করতে ২০১০ সাল থেকে প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয় প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম আরম্ভ করে।

ষ্টুডেন্ট কাউন্সিলের সাফল্যজনক ধারাবাহিকতায় পর্যায়ক্রমে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে এই কাউন্সিল গঠন করা হবে। জেলা সদরের মোট সতেরটি বিদ্যালয়ে চলে এই ষ্টুডেন্ট কাউন্সিল।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions