বুধবার | ০৮ মে, ২০২৪

খাগড়াছড়িতে গণহত্যা দিবস পালিত

প্রকাশঃ ২৫ মার্চ, ২০২৩ ০৪:০৪:০৩ | আপডেটঃ ০২ মে, ২০২৪ ০৮:২০:২৬  |  ৩৬৪

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। গণহত্যা দিবস উপলক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছেশনিবার(২৫মার্চ) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সময় সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। 

 

 

উপলক্ষে বক্তারা বলেন, আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে  বিশ্বাস করি,লালন করি। এদেশ আমার, এদেশ আমাদের সকলের। এদেশকে ভালো রাখার দায়িত্ব আমাদের সকলে।বাঙ্গালি জাতির জীবনে ১৯৭১সালের এইদিনের(২৫শে মার্চ) শেষে এক বিভীষিকাময় ভয়াল রাত নেমে এসেছিল। মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীলনকশা অনুযায়ী বাঙ্গালি জাতির কণ্ঠ চিরতরে স্বব্ধ করে দেয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানীহ সারাদেশে নিরীহ নিরস্ত্র বাঙ্গালীদের ওপার ঝাঁপিয়ে পড়ে। আমরা সেই গণহত্যায় নিহত সকল শহীদদের প্রতি নিনম্র শ্রদ্ধা জানাই। 

 

সময় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. নাইমুল হক, সদর উপজেলা জেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম,পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী,জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুন নাহার সুলতানা,অতিরিক্ত জেলা প্রশাসক নজরুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) মুনতাসির জাহান,উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স' নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল হক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি' সভাপতি সুদর্শন দত্ত,জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উত্তম খীসা,কৃষিসম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কিশোর কুমার মজুমদার,ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিউটের উপ-পরিচালক জীতেন চাকমা,প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া,খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষ এসএম মোসলেম উদ্দীন,খাগড়াছড়ি জেলা জেলা বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির,জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার নাজিয়া নাহিদ,সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবদুর রহমানসহ আরও অনেকে

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions