সোমবার | ২০ মে, ২০২৪

আলীকদমে নাগরিক পরিষদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রকাশঃ ২৪ মার্চ, ২০২৩ ০৫:৩১:৫৯ | আপডেটঃ ১৯ মে, ২০২৪ ১০:৩৮:২৭  |  ৪৮৮

সিএইচটি টুডে ডট কম, আলীকদম (বান্দরবান) সর্বক্ষেত্রে পার্বত্য এলাকার সকল নাগরিকদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবেএই প্রতিপাদ্যর আলোকে বান্দরবান জেলার রুমা উপজেলায় সীমান্ত সড়ক নির্মাণের কাজে নিয়োজিত অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ আনোয়ার হোসেন'কে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কেএনএফ কর্তৃক অপহরণের প্রতিবাদে আলীকদম উপজেলায় মানববন্ধন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

 

শুক্রবার (২৪ মার্চ) বিকাল ঘটিকার সময় বান্দরবানের আলীকদম উপজেলায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে মানববন্ধন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় উক্ত মিছিল টি পানবাজার এলাকা থেকে শুরু হয়ে আলীকদম প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়,পরে সংক্ষিপ্ত আকারে প্রতিবাদ সভায় অনুষ্ঠিত হয়

 

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আলীকদম উপজেলা শাখার সভাপতি মোঃ উমর ফারুকের সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আলীকদম উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বান্দরবান জেলা শাখার সভাপতি আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম

 

অনান্যদের মধ্যে উপস্হিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ,আলীকদম উপজেলা শাখার সহ সভাপতি মোস্তফা কামাল,পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ আলীকদম উপজেলার শাখার সদস্য একেএম আইয়ুব খান

 

এসময় বক্তারা বলেন,পার্বত্য চট্টগ্রামে মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভোগছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের কেউ নিরাপদে নেই মানুষ এখন আতঙ্কের মধ্য দিয়ে দিন পার করছেপাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীদের চাঁদাবাজি,অপহরণ, খুন-গুম আজ সাধারণ মানুষ অতিষ্ঠ এই সশস্ত্র পাহাড়ি সংগঠন কেএনএফ সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আমরা সরকার প্রশাসনের নিকট জোর আহ্বান জানাচ্ছি

 

অবসর প্রাপ্ত সার্জেন্ট আনোয়ার হোসেন কে পাহাড়ি সন্ত্রাসী কেএনএফ কে আগামী ২৪ ঘন্টার মধ্যে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি পদক্ষেপ নেওয়ার হুশিয়ারি দেন প্রতিবাদ সভায় বক্তারা

 

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions