বুধবার | ১১ সেপ্টেম্বর, ২০২৪

রাঙামাটি জেলা ২ উইকেটে হারলো মাদারীপুর জেলার কাছে !

প্রকাশঃ ১১ মার্চ, ২০২৩ ০৯:৩৩:৩২ | আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:৫৮:৪৩  |  ১০৫৬

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি।গতকাল  ১০ মার্চ শুক্রবার ৪১তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশীপ-২০২৩ চাঁদপুর ভেন্যুর উদ্বোধনী খেলায় রাঙামাটি জেলা উইকেটে মাদারীপুর জেলার কাছে হার দিয়ে টুর্মামেন্ট শুরু করলো


সকালে টসে জিতে রাঙামাটির অধিনায়ক মোঃইলিয়াছ লেথাম ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়ব্যাটিং করতে নেমেই মাত্র ১১ রানে রাঙামাটি উদ্বোধনী দুই ব্যাটসম্যান ইমন ঋত্বিককে হারায়এরপর আমিনুল ইসলাম আকাশ নুরুল আলম জয়ের ভালো একটি পার্টনারশীপে রাঙামাটি ঘুরে দাঁড়ায়জয় ৪০ করে আউট হলে আমিনুল আকাশ লেমন জুটি রাঙামাটিকে ভালো একটি স্কোরের দিকে নিয়ে যায়শেষ দিকে স্পিনার রিপু মারমা রাশেদুল ইসলাম শান্তর ক্যামিও ইনিংসে রাঙামাটি ৫০ ওভারে ২৪৫ রানের ফাইটিং স্কোরে ইনিংস শেষ করেরাঙামাটির পক্ষে আমিনুল ইসলাম আকাশ ৭৩,লেমন ৩৮,রিপু ১৯ রাশেদুল ইসলাম শান্ত ২২ রান করেন


দুপুরে বিরতির পর মাদারীপুর জেলা দল ২৪৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো কয়েকটি পার্টনারশীপে শেষ পর্যন্ত উইকেটে ৪৯. ওভারে ২৪৬ রান করে উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়েরাঙামাটির লেমন টি সাদ্দাম টি করে উইকেট নেন মাদারীপুর জেলার রাকিবুল ৪৯,আবিদ ৪৪,আরিফ ২৮,জীবন ২৭,রাব্বি ২৭ রান করেন রাঙামাটি পরবর্তী টি ম্যাচ ১৪ মার্চ কক্সবাজার ১৭ মার্চ ঝালকাঠি জেলার সাথে রয়েছে

স্পোর্টস |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions