পাহাড় এবং সমতলের মধ্যে কোন বিভেদ থাকবে না এমন বাংলাদেশ চাই : হাসনাত আবদুল্লাহ রাঙামাটি শহরে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘাইছড়ির সাবেক মেয়রের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাঙামাটি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ কাজে দীর্ঘসূত্রিতা পরিহার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : পার্বত্য উপদেষ্টা
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি।গতকাল ১০ মার্চ শুক্রবার ৪১তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশীপ-২০২৩ চাঁদপুর ভেন্যুর উদ্বোধনী খেলায় রাঙামাটি জেলা ২ উইকেটে মাদারীপুর জেলার কাছে হার দিয়ে টুর্মামেন্ট শুরু করলো।
সকালে টসে জিতে রাঙামাটির অধিনায়ক মোঃইলিয়াছ লেথাম ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।ব্যাটিং করতে নেমেই মাত্র ১১ রানে রাঙামাটি উদ্বোধনী দুই ব্যাটসম্যান ইমন ও ঋত্বিককে হারায়।এরপর আমিনুল ইসলাম আকাশ ও নুরুল আলম জয়ের ভালো একটি পার্টনারশীপে রাঙামাটি ঘুরে দাঁড়ায়। জয় ৪০ করে আউট হলে আমিনুল আকাশ ও লেমন জুটি রাঙামাটিকে ভালো একটি স্কোরের দিকে নিয়ে যায়। শেষ দিকে স্পিনার রিপু মারমা ও রাশেদুল ইসলাম শান্তর ক্যামিও ইনিংসে রাঙামাটি ৫০ ওভারে ২৪৫ রানের ফাইটিং স্কোরে ইনিংস শেষ করে।রাঙামাটির পক্ষে আমিনুল ইসলাম আকাশ ৭৩,লেমন ৩৮,রিপু ১৯ ও রাশেদুল ইসলাম শান্ত ২২ রান করেন।
দুপুরে বিরতির পর মাদারীপুর জেলা দল ২৪৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো কয়েকটি পার্টনারশীপে শেষ পর্যন্ত ৮ উইকেটে ৪৯.১ ওভারে ২৪৬ রান করে ২ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে।রাঙামাটির লেমন ৪ টি ও সাদ্দাম ২ টি করে উইকেট নেন ।মাদারীপুর জেলার রাকিবুল ৪৯,আবিদ ৪৪,আরিফ ২৮,জীবন ২৭,রাব্বি ২৭ রান করেন। রাঙামাটি পরবর্তী ২ টি ম্যাচ ১৪ মার্চ কক্সবাজার ও ১৭ মার্চ ঝালকাঠি জেলার সাথে রয়েছে।